আত্মার ব্যাধি ও প্রতিকার
আমাদের আত্মার ব্যাধিগুলোর অন্যতম একটি ব্যাধি হচ্ছে, অন্যকে হিংসা করা। কারো কোন কর্মে জেলাসি ফিল করা। ভাবছেন এই আত্মার রোগ কিভাবে নির্ণয় করবেন? খুবই সহজ পদ্ধতি, যখন দেখবেন অন্যের ভালো কাজগুলো দেখে আপনার অসহ্য লাগছে! বা অন্যের ভালো কাজের কিংবা উন্নতির স্বীকৃতি দিতে আপনার মন সায় দিচ্ছেনা! ঠিক তখনই বুঝে নিবেন আপনার অন্তর এই ভয়াবহ আত্মিক রোগে আক্রান্ত। যা আপনাকে প্রতিনিয়ত মানসিকভাবে অস্বস্তি দিচ্ছে। যত দ্রুত সম্ভবত এ থেকে মুক্তির উপায় হলো, অন্যের প্রতি আপনার অন্তরে যত ক্ষোভ, হিংসা, খারাপ ভাবনা আছে! যেগুলো একদম ঝেড়ে ফেলুন। এবং নিজেকে সবসময় পজেটিভ চিন্তা ভাবনায় লিপ্ত রাখুন। সাথে আল্লাহর কাছে কায়মনোবাক্যে এই মানসিক রোগ থেকে মুক্তির জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনি এ-থেকে মুক্তি পাবেন। #হিংসা #মানসিক_রোগ #পজেটিভ_ভাবনা