মানবসেবায় এগিয়ে আসুন! হাসিমুখে রক্ত দিন।
মানব শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গগুলো বান্দার প্রতি আল্লাহ তা'আলার এক অশেষ নিয়ামত। তারমধ্যে রক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। মানুষ একদম রক্তশূণ্য হয়ে গেলে আর বেঁচে থাকতে পারেনা। আবার অতিরিক্ত রক্ত হয়ে গেলে বা রক্তচাপ বেড়ে গেলে কখনো কখনো অনেক বড় বিপদে পরে যাওয়ার আশংকা হয়। বিশেষত প্রয়োজনের তাগিদে মানুষ একে অন্যের কাছে রক্ত চায়। জটিল সমস্যায় ভুক্তভোগী হয়েই মানুষ রক্তের প্রয়োজনবোধ করে। অনেকেই ভাবে আমি অন্যকে রক্ত দিলে হয়তো আমার রক্ত কমে যাবে! আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। মানবদেহে প্রয়োজনের চেয়েও বেশি রক্ত থাকে। তাই রক্তশূন্যতায় ভুগবেন এমন ভাবনা মোটেই সঠিক নয়।
দ্বিতীয় বিষয়টি হলো, আমরা অনেকেই রক্ত দান করে আত্মতৃপ্তির সর্বশেষ পর্যায়ে চলে যাই! অথচ এখানে এত অতিরিক্ত কোনো কিছু ভাবার বিশেষ কোনো কারণ নেই। কারণ রক্ত আল্লাহ তা'আলার মহান অনুগ্রহের একটি অনুগ্রহ এবং এই নিয়ামতের একক মালিক হচ্ছেন মহান রাব্বুল আ'লামীন। সুতরাং এটি বিক্রি করে বিনিময় গ্রহণ করা যেরকম হারাম। ঠিক সেই-রকম অন্যকে দান করে আনন্দে আত্মহারা হওয়াও না-জায়েজ ও গোনাহের কাজ। শুধু এতটুকু ভাবা যেতে পারে! আমি আল্লাহর এক বান্দাকে তার প্রয়োজনের কারণে আল্লাহর-ই দেওয়া বিশেষ নিয়ামত রক্ত দিলাম। এখানে আমার সদিচ্ছা ছাড়া অন্য কোনো কৃতিত্ব নেই।
অপরদিকে আমাদের কিছু প্রিয় ভাই রক্ত দিয়ে এসে ফেসবুকে ফটো আপলোড না দিলে, কেমন যেন তাদের বিষয়টা পানসে পানসে মনে হয়। তাই রক্ত দিয়ে এসেই ফেবুতে পিক আপলোড দিয়ে ভরিয়ে দেন। তাদের কাছে এর কারণ জিজ্ঞাসা করলে আপনি সুন্দর একটি জবাব পাবেন আর তা হচ্ছে, আমরা রক্ত দেওয়া পিক ফেবুতে আপলোড দিয়ে অন্যদেরকে রক্ত দেওয়ার প্রতি অনুপ্রাণিত করি। আচ্ছা আগ্রহ আর অনুপ্রেরণা দেওয়ার কি আর কোনো মাধ্যম নেই! শুধু শুধু কেনো ফেবুতেই পিক আপলোড দিয়ে অনুপ্রেরণা দিতে হবে? আসলে আপনার এই বিশেষ ভংগিমায় একগাদা রক্ত দেওয়া পিক ফেবুতে আপলোড দেওয়াতে আমাদের বুঝতে দেরি হয়না! আপনি লোকদেখানোর জন্যই এইসব লৌকিকতাপূর্ণ কাজ করেন। আপনি যতই বিষয়টা অস্বীকার করেন না কেনো আপনার কাজেকর্মে ভাই এটাই প্রমাণ করে। তাই আসুন! কোনো ভালো কাজ করার পূর্বে নিয়ত পরিশুদ্ধ করে নেই! নিয়তে কোনো গড়মিল থাকলে সেটাকে আগে ঠিক করে নেই।
সচ্ছ নিয়তে রক্ত দিন, রক্ত দেওয়া মহৎ এক গুণ। আপনার সামান্য এক ব্যাগ রক্ত দেওয়া অন্যের জন্য অনেক বড় উপকারের উপকরণও হয়ে যেতে পারে! বেঁচে যেতে পারে একটি তরতাজা প্রাণ। আল্লাহ আমাদের সহিহ নিয়তে করা প্রত্যেক ভালো কাজগুলোকে কবুল করুন এবং দুনিয়া ও আখেরাতে এগুলোর উওম বিনিময় দান করুন।
বিঃদ্রঃ এই পোস্টটি লেখা দ্বারা, যারা রক্ত দেন তাদের বিরোধিতা করা হয়েছে বিষয়টি এমন নয়। বরং সঠিক নিয়মে ও সঠিক নিয়তে রক্ত দেওয়ার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে। ধন্যবাদ।
Comments
Post a Comment