সময়ের গুরুত্ব
সময়ের প্রতি যত্নশীল হোন। জীবনের এই সংক্ষিপ্ত যাত্রায় প্রতিটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ক্ষুদ্র এই জীবন থেকে এক সেকেন্ড অতিবাহিত হওয়া মানে একটি সেকেন্ডকে চিরতরে হারিয়ে ফেলা। চাইলেও সেই হারিয়ে যাওয়া সময়কে ফেরানো সম্ভব নয়। জীবনে যারা সফল হয়েছেন! তাদের জীবনে খুঁজে পাওয়া যায়, সময়ের প্রতি অপরিসীম গুরত্বের কথা। তারা কখনো অযথা সময় নষ্ট করেননি। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু শয়তান। এই শয়তান আমাদেরকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে নানান অহেতুক কাজে লিপ্ত করে রাখে। জীবনের এই বড় শত্রুকে চিনতে শিখুন। তার পাতানো ফাঁদে নিজেকে জড়িয়ে ফেলবেন না। জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগান, সফল হোন।
#সময় #জীবন #সময়ের_গুরুত্ব #জীবনের_গল্প
Comments
Post a Comment