মৃত্যু নিয়ে ইনবক্সে আসা একটি মেসেজ।

মৃত্যু নিয়ে লেখা কথাগুলো খুব সুন্দর এবং উপকারী ছিল। আমরা মৃত্যুর কথা ভুলে যাই অথচ মৃত্যু আমাদের খুবই নিকটে। মুমিনের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা অতি প্রয়োজন। অথচ আমরা দুনিয়ার সমস্ত সুখ-শান্তির স্বপ্নে বিভোর হয়ে পরকালের প্রস্তুতি নেওয়ার কথা ভুলেই যাই!

সুন্দরই ছিল লেখাটি কিন্তু মৃত্যু নিয়ে লেখা সেই মেসেজটির শেষের প্যারাটা আমার কাছে অন্যরকম লাগলো! সেটা এরকম ছিল....

" 90% লোক এই মেসেজটি ফরওয়ার্ড করেনি। কিন্তু তুমি নিশ্চয় করবে। কারণ আল্লাহর দিনের খবর দিতে দেরি করতে নেই। অবশ্য যে আল্লাহর কাজে লেগে যায় আল্লাহ নিজে তার কাজে লাগে"

আচ্ছা এগুলো লেখার মানে কি এটা নয়! মানুষের আবেগকে পূঁজি করে অর্থাৎ মানুষকে ইমোশনালভাবে ব্লাকমেইল করে লেখাটি বেশি বেশি ফরওয়ার্ড করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া ?

অধিকাংশ সময় দেখা যায় এই টাইপের বিভিন্ন লেখা ভাইরাল হয়। কখনো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আবার কখনো ম্যাসেঞ্জারে মেসেজের মাধ্যমে। তবে এ ব্যাপারে বিজ্ঞ মহলের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এইগুলোর মুলত কোনো ভিত্তি নেই। কিছু মানুষ ধর্মকে পূঁজি করে এইগুলো ভাইরাল করতে চায়। তাদের মুলত নিয়ত থাকে ভাইরাল করা, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া নয়। তাই এইসব অনর্থক কাজ থেকে নিজেকে হেফাজত রাখুন। আল্লাহু আ'লাম। আল্লাহ সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন।


Comments

Popular posts from this blog

আত্মার ব্যাধি ও প্রতিকার

জাতির দুঃসময়ে আলেম'রাই সর্বপ্রথম পাশে আসে।

মহিমান্বিত রজনী লাইলাতুল কদর