Posts

Showing posts from April, 2023

মহিমান্বিত রজনী লাইলাতুল কদর

Image
কদর একটি আরবি শব্দ। অভিধানে এর দুটি অর্থ পাওয়া যায়। একটি 'সম্মানিত' অপরটি 'সংকীর্ণকরণ' তবে প্রথম অর্থটিই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ লাইলুন শব্দের অর্থ যদি রাত হয়! আর কদর অর্থ যদি সম্মানিত হয় তাহলে তার অর্থ দাঁড়ায়; সম্মানিত রাত। কোনআন ও হাদিসে এই সম্মানিত বা মর্যাদাপূর্ণ রাতের অসংখ্য-অগণিত ফজিলত বর্ননা হয়েছে। এই রাত্রি সম্পর্কে পবিত্র কুরআনে বর্নিত হয়, "লাইলাতুল কদর (কদরের রাত্রি) এমন একটি রাত্রি; যা হাজার মাসের চেয়েও উত্তম" (সুরা আল কদর-৩) হাদিসে নববীতে শবে কদরের রাত্রি সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমাদের মাঝে উপস্থিত হয়েছে যে মাসটি! তাতে এমন একটি রাত্রি রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। সুতরাং এই ফজিলতপূর্ণ রাত্রি থেকে যে বঞ্চিত হলো! সে যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো...। (সহিহ ইবনে মাজাহ-১৩৪১) অপর এক হাদিসে রাসুলুল্লাহ সা. এই রাত্রিটি রমজানের কোন রাত্রি হবে তাও বলে দিয়েছেন। তিনি বলেন, "তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে (শবে কদরকে) অন্বেষণ করো।" (সহিহ বুখারী-২০১৭) অর্থাৎ এই হাদিস থেকে...

ইয়াওমে গাযওয়ায়ে বদর; বদর যুদ্ধ দিবস

Image
আজ ইসলামের প্রথম সফলতা অর্জনের ঐতিহাসিক বদর দিবস। মাহে রমজানে যে বছর মদিনায় প্রথম সিয়াম পালিত হয়, সেই দ্বিতীয় হিজরীর ১৭ রমজান ৬২৪ খ্রিস্টাব্দ সংঘটিত হয়েছিল বদর যুদ্ধ। এক হাজার সশস্ত্র মুশরিক সৈন্যদের সাথে লড়েছিলেন মাত্র তিনশো তেরোজন আসহাবে রাসুল সা.। ঈমানি বলে বলীয়ান থাকায় সাহাবী'রা পেয়েছিলেন আল্লাহর বিশেষ সাহায্য। আর এই বিশেষ (কুদরতি) সাহায্যের সাথে কী দুনিয়ার কোন পরাশক্তি মোকাবেলা করার সক্ষমতা রাখে? মোটেও নাহ। অবশেষে অবিশ্বাসীদের সাথে বিশ্বাসী সাহাবী'রা বদরে ঐতিহাসিক জয়লাভ করেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে, এখন এমন কিছু লোক বের হয়েছে, যাদের সম্মুখে ইসলামের সেই সোনালী দিনগুলোর কথা আলোচনা করলেই তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়! কখনো কখনো তো এরা অবজ্ঞার সুরে এটাও বলে বসে, এগুলো নাকি প্রাচীন যুগের কথা! (নাউজুবিল্লাহ!) আসলে এদের মন ও মস্তিষ্কে শয়তান প্রস্রাব করে দিয়েছে তাই ইসলামি ইতিহাস ও ঐতিহ্যকে পশ্চিমাদের চোখে দেখার চেষ্টা করে এবং পশ্চিমা সংস্কৃতি দ্বারা অতিরিক্ত প্রভাবিত হওয়ায় এদের অন্তরে একপ্রকার জটিল ব্যধিও সৃষ্টি হয়েছে। আল্...