মহিমান্বিত রজনী লাইলাতুল কদর
কদর একটি আরবি শব্দ। অভিধানে এর দুটি অর্থ পাওয়া যায়। একটি 'সম্মানিত' অপরটি 'সংকীর্ণকরণ' তবে প্রথম অর্থটিই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ লাইলুন শব্দের অর্থ যদি রাত হয়! আর কদর অর্থ যদি সম্মানিত হয় তাহলে তার অর্থ দাঁড়ায়; সম্মানিত রাত। কোনআন ও হাদিসে এই সম্মানিত বা মর্যাদাপূর্ণ রাতের অসংখ্য-অগণিত ফজিলত বর্ননা হয়েছে। এই রাত্রি সম্পর্কে পবিত্র কুরআনে বর্নিত হয়, "লাইলাতুল কদর (কদরের রাত্রি) এমন একটি রাত্রি; যা হাজার মাসের চেয়েও উত্তম" (সুরা আল কদর-৩) হাদিসে নববীতে শবে কদরের রাত্রি সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমাদের মাঝে উপস্থিত হয়েছে যে মাসটি! তাতে এমন একটি রাত্রি রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। সুতরাং এই ফজিলতপূর্ণ রাত্রি থেকে যে বঞ্চিত হলো! সে যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো...। (সহিহ ইবনে মাজাহ-১৩৪১) অপর এক হাদিসে রাসুলুল্লাহ সা. এই রাত্রিটি রমজানের কোন রাত্রি হবে তাও বলে দিয়েছেন। তিনি বলেন, "তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে (শবে কদরকে) অন্বেষণ করো।" (সহিহ বুখারী-২০১৭) অর্থাৎ এই হাদিস থেকে...