শবে বরাত এটি হচ্ছে একটি ফার্সি শব্দ (শবে বারাআত) যার বাংলা অর্থঃ মুক্তির রজনী। এই রাতটি নিঃসন্দেহে একটি বরকতময় রাত। হাদিসে এ রাতের অসংখ্য ফজিলত বর্ননা করা হয়েছে। তারমধ্যে একটি হাদিস হচ্ছে, রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ শবে বরাতের রাতটি এমন একটি রাত, যে রাতে আল্লাহ তায়া’লা দুনিয়ার সর্বশেষ আসমানে নেমে আসেন। এবং বান্দাদেরকে মাফ করে দেন। অন্য হাদিসে আরো চমৎকারভাবে এসেছে আল্লাহ তায়া’লা সর্বশেষ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। আছো কি এমন কেউ ক্ষমা চাওয়ার? আজ আমি ক্ষমা করে দিব। আছো কি এমন কেউ রোগমুক্তি চাওয়ার? আজ আমি রোগমুক্ত করে দিব। সুবহানাল্লাহ কি সুবর্ণ সুযোগ! তাই আসুন আমরা ফজিলতপূর্ণ এই রাত্রিতে নিজের জীবনের সমস্ত গোনাহের কথা স্বরণ করে করে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি। এবং "করোনা ভাইরাস" নামক এই প্রাণঘাতী মহামারী, যা নিশ্চয় আমাদের পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে একটি গজব। তাই এ মহামারী থেকে মুক্তির জন্য আল্লাহ তায়া’লার কাছে বেশি বেশি দোয়া করি। সাথে সাথে পবিত্র কুরআন শরীফের তেলাওয়াত এবং নফল নামাজ আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে আমল করার তাওফিক দান করুন।